ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কোভিডে আরও ২ মৃত্যু, শনাক্ত ২২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৬ আগস্ট ২০২২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে আরও ২২০ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২০ লাখ ৭ হাজার ১১৯ জন।। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন।

শনিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯৪০টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৫৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৫৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুবরণকারী ১ জন পুরুষ ও ১ জন নারী। তারা রাজশাহী ও খুলনায় অবস্থান করছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি