ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

চীনে এলসি খোলা বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:৩৯, ১৬ মার্চ ২০২০

চীনে খোলা যাচ্ছে না এলসি বা লেটার অব ক্রেডিট- সংগৃহীত

চীনে খোলা যাচ্ছে না এলসি বা লেটার অব ক্রেডিট- সংগৃহীত

চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ফলে দেশটিতে অধিকাংশ অফিস ও ব্যাংক বন্ধ রয়েছে। এতে বিভিন্ন দেশে চীনের পণ্য সরবারহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও। চীন থেকে আমদানি করা কাঁচামাল সময় মতো পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আমদানিকারকরা। শঙ্কায় আছেন রফতানিকারকরাও। নতুন করে দেশটিতে এলসি  (লেটার অব ক্রেডিট) খোলা যাচ্ছে না। 

এ প্রসঙ্গে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাবের সভাপতি ও চীনের পণ্য আমদানিকারক আবদুল মোমেন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চীনে এখন অধিকাংশ অফিস ও ব্যাংক বন্ধ। ফলে আমরা চেষ্টা করেও চীনে কোন এলসি খুলতে পারছি না। এই সপ্তাহে আমার পাঁচটি এলসি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক খুলতে পারেনি। রফতানিও বন্ধ হয়ে গেছে।’

তিনি জানান, এখন এমন পরিস্থিতি যে অন্য কোন দেশেও এলসি খোলা যাচ্ছে না। কারণ বিকল্প কোন দেশই পাওয়া যাচ্ছে না। চীন বাদ দিয়ে ভারতের দিকে গেলে তারাও চীনের ওপর নির্ভরশীল। তাইওয়ান, হংকং, সিঙ্গাপুরে পণ্যের জন্য অর্ডার দিলেও কাজ হচ্ছে না। কারণ তারাও চীনের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চীন থেকে সবচেয়ে বেশি কাঁচামাল, যন্ত্রপাতি, তৈরি পণ্য আমদানি করে বাংলাদেশ। গত ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে ১ লাখ ১৪ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়েছে যা মোট আমদানির ২৬ শতাংশেরও বেশি।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি