ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সুস্থ হওয়ার পরেও ৫ সপ্তাহ থাকতে পারে করোনাভাইরাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১৩ মার্চ ২০২০ | আপডেট: ১০:৪৩, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে গবেষণায় আতঙ্ক বাড়িয়ে সামনে এল নতুন তথ্য। গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস কোনও ব্যক্তির শ্বাসনালীতে ৩৭ দিন পর্যন্ত থাকতে পারে। অর্থাত্‍ সুস্থ হয়ে যাওয়ার পরেও ঐ ব্যক্তি নিজের অজান্তেই অসুখ ছড়াতে পারেন। খবর এই সময়’র।

ল্যানসেট মেডিক্যাল জার্নালে এই বিষয়ে একটি আর্টিকল প্রকাশ করেছেন গবেষকরা। তাঁরা বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া কয়েকজনের শ্বাসনালীতে ২০ দিন পরেও করোনা ভাইরাসের ডিএনএ পাওয়া গিয়েছে। এই গবেষণার ফলে করোনায় আক্রান্ত কোনও ব্যক্তিকে কতদিন আইসোলেশনে রাখা হবে, তা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে করোনায় আক্রান্ত হলে ১৪ দিন আইসোলেশনে রাখা হয়।

সুস্থ হয়ে যাওয়ার পর আইসোলেশন থেকে আক্রান্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু নতুন এ গবেষণা বলছে, সুস্থ হওয়ার পরও ঐ ব্যক্তি একইভাবে অসুখ ছড়াতে পারেন। এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি