ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় বিপাকে সৌদিফেরত বাংলাদেশি প্রবাসীরা

আজাদুল ইসলাম আদনান 

প্রকাশিত : ১৩:৩৮, ১৫ মার্চ ২০২০ | আপডেট: ২১:৫৩, ১৫ মার্চ ২০২০

কাজ না থাকায় তিন মাস আগে দেশে এসেছেন রিয়াজ শিকদার। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ওয়ার্শপে কাজ করতেন।কোম্পানির ডাকে আজ রোববার রাতেই তার রিয়াদের ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু হঠাৎ জানতে পারেন, আজ বিকেল ৫টার পর আগামী ২৯ মার্চ পর্যন্ত সৌদি আরবের কোনো ফ্লাইট নেই। সমস্যা সেখানেই। শুধু তাই নয়, আগামী ২০ এপ্রিল তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে বিপাকে পড়েছেন এ প্রবাসী। 

একই অবস্থা ডা. আমির আলীর। নাটোর জেলার এই সৌদি প্রবাসী ১৬ বছর ধরে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছেন। ভিসার মেয়াদ থাকলেও করোনার কারণে শিগগিরই যেতে পারছেন না তিনি।

প্রবাসী এ বাংলাদেশি একুশে টিভি অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা করে আসছি। গত জানুয়ারিতে দেশে বেড়াতে এসেছিলাম। আগামীকাল আমার ফ্লাইট। কিন্তু জানতে পারলাম আজ বিকেলের পর থেকে ২৯ মার্চ পর্যন্ত আর যাওয়া যাবে না। অন্যদিকে হাসপাতাল থেকে আমাকে বারবার ডাকা হচ্ছে। এ অবস্থায় কি করবো ভেবে পাচ্ছি না।’

সৌদি এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়ানোর আগে যেসকল বাংলাদেশি দেশে এসেছেন, তাদের মধ্যে যাদের ভিসার মেয়াদ আগামী ১৫ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে তারা এম্বাসিতে যোগাযোগ করে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এছাড়া, যাদের এপ্রিলের আগে সৌদিতে যাওয়ার কথা রয়েছে, তাদের ভ্রমণের তারিখ পরিবর্তন করা হচ্ছে।’ 

জেদ্দার একটি কারখানায় কাজ করা আব্দুর রহমান একুশে টিভি অনলাইনকে জানান, ‘দীর্ঘ চার বছর ধরে জেদ্দার ফখর আল তাকরির নামক একটি কারখানায় কাজ করে আসছি। সাপ্লাই না থাকায় গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরে আসি। হঠাৎ কোম্পানি থেকে ডাকায় আগামী ২৫ মার্চ যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। কিন্তু করোনার সংক্রমণের কারণে আজ বিকেলের পর থেকে ফ্লাইট বন্ধ করে দেয়া হচ্ছে। তাই আমার ফ্লাইটের তারিখ ১৫ এপ্রিল করে দেয়া হয়েছে।’

তাদের মতো শত শত সৌদি প্রবাসী ভিড় করছেন রাজধানীর সোনারগাঁ হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসে। যাদের অনেকের ভিসার মেয়াদ কম থাকায় কর্মস্থলে ফেরা নিয়ে পড়েছেন নানা শঙ্কায়। অনেকের প্রশ্ন কবে যেতে পারবো? গণমাধ্যমকর্মীদের দেখলে অনেকে হুমড়ি খেয়ে পড়ছেন সবশেষ পরিস্থিতি জানার জন্য। 

জানতে চাইলে সৌদি এয়ারলাইন্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিকেল ৫টায় সবশেষ একটা ফ্লাইট আছে। এসময়ে যাদের টিকিট কাটা আছে তারাই কেবল যেতে পারবেন। এর বাহিরে আজ রাত থেকে আগামী ২৯ মার্চ পর্যন্ত যাদের টিকিট কাটা হয়েছে, এপ্রিলে যোগাযোগ করতে হবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি