ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাহরাইনে করোনার প্রথম হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১৬ মার্চ ২০২০

বাহরাইনে করোনার প্রথম হানা

বাহরাইনে করোনার প্রথম হানা

মহামারি রূপ নেয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে বাহরাইনে। আজ সোমবার গালফ উপকূলবর্তী দেশটিতে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে আল জাজিরা ও খালিজ টাইমস।

সংবাদমাধ্যম দুটির খবরে বলা হয়, আমেরিকা, ইউরোপ ও ইরানে মহামারি আকার ধারণ করা ভাইরাসটি এখন ছড়িয়ে পড়েছে অধিকাংশ দেশে। আঘাত হেনেছে গালফ অঞ্চলের দেশ বাহরাইনেও। এখন পর্যন্ত দেশটিতে ১৮৯ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। সোমবার সুস্থ হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী। তারা সবাই ইতালি, দক্ষিণ কোরিয়া থেকে দেশটিতে ফেরেন। 

বাইরাইন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গালফ অঞ্চলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে বাহরাইনে। ৬৫ বছর বয়সী এক ব্যক্তি ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন।

এদিকে, বাহরাইনের প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরবে এখন পর্যন্ত ১১৮ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৯৮ জন আক্রান্ত হয়েছেন। এই দুই দেশে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ তথ্যানুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৫৭টি দেশে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৫৩ জন। বাংলাদেশেও ইতোমধ্যে ৮ জন করোনা আক্রান্ত বলে সনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে সরকার।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি