ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

মক্কা-মদিনা ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৫, ১৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। একই সঙ্গে সকল নাগরিকদের ঘরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হতে সতর্ক জারি করা হয়।
 
মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

তবে মসজিদ পুরোপুরি বন্ধ করার হয়নি বলেও জানানো হয়। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদীনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামের কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদ নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দু’টি।

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে অন্তত ৩৮ জন। তবে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে করোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি