ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রক্তের ‘এ’ গ্রুপের ব্যক্তিরা করোনার বেশি ঝুঁকিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ১৮ মার্চ ২০২০

নতুন ধরনের রোগ করোনা ভাইরাস নিয়ে বিশ্বে শুরু হয়েছে গবেষণা। যারা করোনায় আক্রান্ত এবং এই রোগে যাদের মৃত্যু হয়েছে তাদের নিয়ে চলছে গবেষণা। এরকম একটি গবেষণা থেকে জানা যায়, যেসব ব্যক্তির রক্তের গ্রুপ ‌‘এ’ তাদের করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বেশি। 

করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের রক্ত নিয়ে প্রাথমিক গবেষণায় এমন তথ্য পেয়েছেন দেশটির গবেষকরা। তারা দেখেছেন যে, ‘ও’ গ্রুপের রক্তের ব্যক্তিদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। এদের শরীরে করোনা প্রতিরোধী ক্ষমতা অনেকটাই বেশি। এ খবর সাউথ চায়না মর্নিং পোস্টের 

গবেষকরা মৃত্যুপুরী চীনের সেই উহান ও শেনজেনের করোনা আক্রান্ত দুই হাজার ব্যক্তির রক্ত সংগৃহ করে গবেষণা চালান। তারা দেখতে পান, রক্তের ‘এ’ গ্রুপের ব্যক্তিদের করোনায় আক্রান্তের হার বেশি। তাদের মধ্যে করোনায় সংক্রমণের লক্ষণ কয়েকগুণ বেশি। 

গবেষণায় রক্তের অন্য গ্রুপের সঙ্গে তুলনা করে দেখা গেছে, রক্তের ‘ও’ গ্রুপের ব্যক্তিদের করোনা আক্রান্তের ঝুঁকি কম।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উহানে মৃত ২০৬ জনের রক্তের গ্রুপ নিয়ে দেখা গেছে, মৃতদের মধ্যে ৮৫ জনের রক্তের গ্রুপ ‘এ’ এবং ৫২ জনের রক্তের গ্রুপ ‘ও’। 

গবেষক দলের প্রধান উং জিংহুয়ান বলেন, করোনার সংক্রমণ এড়াতে ‘এ’ গ্রুপের রক্তের মানুষদের বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি