ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দেশে আরও একজন করোনা রোগী শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ১৩:০৯, ১৮ মার্চ ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন আখতারুজ্জামান বলেন, গাজীপুরে বিদেশফেরত ৪৮ ব্যক্তির মধ্যে আট ব্যক্তির শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। পরে সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুরে দুই দফায় তাদের ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। এদের মধ্যে এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বাকিরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

কোয়ারেন্টাইনে থাকা আট ব্যক্তির বেশিরভাগই সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানান তিনি।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

দেশে সর্বপ্রথম গত ৮ মার্চ করোনা ভাইরাসে তিনজন শনাক্ত হন। এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের সংস্পর্শে এসে অন্য একজন করোনায় আক্রান্ত হন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি