এবার ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
প্রকাশিত : ১৪:৫৬, ১৮ মার্চ ২০২০
বিশ্বব্যাপী মহামরি আকার ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ঢাকা মেডিকেলল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কলেজে যারা ছাত্র এমবিবিএস করছে তাদের জন্য ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। তবে যারা চিকিৎসায় নিয়োজিত তাদের জন্য খোলা।
এর আগে সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন এক জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠকে করোনা ভাইরাস নিয়ে আলোচনা হয়।
এদিকে, ঢামেক হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা সাধারণত নিয়মিত ঠাণ্ডা, জ্বর ও নিউমোনিয়ার রোগী দেখতেন।
অন্যদিকে, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। দেশে সর্বপ্রথম গত ৮ মার্চ করোনা ভাইরাসে তিনজন শনাক্ত হন। এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের সংস্পর্শে এসে অন্য একজন করোনায় আক্রান্ত হন।
একে//