ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মৃত ব্যক্তির দাফনে যা করতে হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে। ইতিমধ্যে বিশ্বের ১৭২টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। ফলে আতঙ্কে ভুগছে বিশ্ববাসী। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশেও একজনের মৃত্যু হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে করোনাভাইরাসে মৃতদের গোসল, জানাজা ও দাফন কেমন হবে? যারা অংশ নেবেন তাদের সতর্কতা কি?

দুর্যোগ ব্যববস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর একেএম শাকিল নেওয়াজ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অন্যান্য দুর্যোগের তুলনায় করোনা আলাদা হওয়ায় সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে। গোসল-জানাজা-দাফনে যারা অংশগ্রহণ করবে তাদের নিরাপত্তামূলক পোশাক পরে অংশ নেওয়া উচিৎ। কারণ মৃত ব্যক্তি কিন্তু অলরেডি করোনা ভাইরাসের হটস্পট। যারাই যাবেন, নিরাপত্তামূলক পোশাক পরতে হবে এবং আসার সময় সেই পোশাক নষ্ট করে দিয়ে তাদের বেরিয়ে আসতে হবে। নয়তো ওই ড্রেসগুলোর ভেতর ভাইরাস থাকার সম্ভাবনা আছে।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি