নবাবগঞ্জে ১৮২, দোহারে ৫০ জন হোম কোয়ারেন্টাইনে
প্রকাশিত : ১৩:২৮, ১৯ মার্চ ২০২০
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার নবাবগঞ্জে বিদেশ ফেরত ১৮২ জন ও দোহারে ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিষয়ে নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
তারা আরো জানান, করোনা ভাইরাস আক্রমণ থেকে রক্ষার্থে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে এদের মধ্যে এখনও পর্যন্ত কারো মধ্যে করোনা ভাইরাস উপসর্গ পাওয়া যায়নি।
দোহার থানার ওসি সাজ্জাদ হোসেন ও নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পুলিশি নজরদারি রাখা হচ্ছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ও এ নিয়ে কেউ গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একে//