ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো ৭ প্রবাসী কাপাসিয়ার কোয়ারেন্টাইনে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ১৯ মার্চ ২০২০

গাজীপুরের কোয়ারেন্টাইন থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা ৭ প্রবাসীকে কাপাসিয়ার পাবুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয়েছে।

বুধবার রাতে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে সেখানে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন (গাজীপুর) ডা. মো. খাইরুজ্জামান।

এছাড়া, ইতালি ফেরত ৪৮ প্রবাসীর মধ্যে ৪০ জন বর্তমানে মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে রয়েছে। এর আগে শরীরে অস্বাভাবিক তাপমাত্রা থাকায় দুই দফায় আটজনকে রাজধানীর হাসপাতালে পাঠায় স্থানীয় প্রশাসন।

গেল ১৪ মার্চ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ প্রবাসীকে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পাঠানো হয়।

এদিকে, মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬১ জন দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৯ হাজার ৮৭ জন। বিশ্বের ১৭৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার (১৮ মার্চ) একদিনে রেকর্ড ৪৭৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দুই হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মোট চার হাজার ২৫ জন রোগী সুস্থ হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি