ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে খোঁজা হচ্ছে ২৫৮ বিদেশ ফেরতকে

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২৮, ১৯ মার্চ ২০২০

পটুয়াখালীর বাউফলে সম্প্রতি ২৫৮ জন বিদেশ ফেরতকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা করোনা ইউনিট সেল থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ‘জেলা প্রশাসনের তথ্যানুযায়ী গত ১ থেকে ১৭ মার্চ পর্যন্ত বাউফল উপজেলায় মোট ২৫৮ জন প্রবাসী দেশে এসেছেন। তাদের চিহ্নিতকরণে স্বাস্থ্যকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ইতোমধ্যে তারা কাজও শুরু করেছেন। করোনা প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য প্রতিটি এলাকায় করা হচ্ছে মাইকিং ও প্রচারপত্র বিতরণ। 

তবে স্থানীয় কয়েকজন জানান, বিদেশ ফেরত চিহ্নিতদের বাবার ও মায়ের নামসহ পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় দায়িত্ব প্রাপ্তদের খুঁজে পেতে বেগ হতে হচ্ছে। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি