ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় হোম কোয়ারেন্টাইনে আরও ৪১ জন, একজনকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ১৯ মার্চ ২০২০ | আপডেট: ১৮:৩৬, ১৯ মার্চ ২০২০

নওগাঁয় আরও ৪১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ১৬১ জনকে।
 
এর মধ্যে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান।

এদিকে বুধবার সন্ধ্যায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না মানায় সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট এলাকার মোজাফ্ফর হোসেনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন। 

মোজাফ্ফর হোসেন গত ১৫ মার্চ কাতার থেকে দেশে ফিরে আসেন। এসময় উপজেলা প্রশাসন তাকে গ্রাম পুলিশের মাধ্যমে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে। 

কিন্তু শর্ত না মেনে এলাকায় এবং স্থানীয় বাজারে ঘোরাফেরা করছিলেন তিনি। ওইদিন সন্ধ্যায় তাকে জরিমানা করে আবারও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি