ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইতালিতে করোনায় একদিনেই মারা গেলেন ৫ চিকিৎসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ২০ মার্চ ২০২০

চীনকে মৃত্যুপুরী বানিয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব এখন সবচেয়ে বেশি চলছে ইউরোপের দেশ ইতালিতে। প্রাণঘাতী ভাইরাসটি একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল।

বৃহস্পতিবার তারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছে ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও)।

মারা যাওয়া পাঁচজন ডাক্তার হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।

এছাড়া, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে নতুন করে ৪২৭ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। ভাইরাসটির উৎস চীনে এ পর্যন্ত এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৪৫ জন। একদিনে সর্বোচ্চ মৃতের রেকর্ডটিও এখন ইতালির।

জনগণকে সুরক্ষা দিতে গত ১২ মার্চ থেকে গোটা ইতালিকে ‘লকডাউন’ করা হয়। ২৫ মার্চ পর্যন্ত লকডাউন কার্যকর থাকার কথা থাকলেও এ সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইতালির নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এসব সতর্কতামূলক পদক্ষেপের পরও দেশটিতে এই মহামারি ঠেকানো যাচ্ছে না।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটিতে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বের ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতি সংক্রমণটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় এক হাজার জন।

আজ শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিশ্বের অন্তত ১৭৫টি দেশে বিস্তার হওয়া ভাইরাসটিতে বর্তমানে ২ লাখ ৩১ হাজার ২২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। আর এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১০ হাজারেরও বেশি মানুষের।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি