ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এক দিনে ভারতে করোনায় আক্রান্ত ৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২১ মার্চ ২০২০

বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে দেশটির কর্তৃপক্ষ- ডয়চে ভেলে

বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে দেশটির কর্তৃপক্ষ- ডয়চে ভেলে

পাশ্ববর্তী দেশ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গতকাল শুক্রবার এক দিনে নতুন করে ৫৭ জনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। আজ শনিবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২২৩ জন। এ দিকে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও সম্মেলনের মাধ্যমে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত ২২৩ জনের মধ্যে ভারতীয়দের সংখ্যা ১৯১। তালিকায় ৩২ জন বিদেশি রয়েছেন। ইতোমধ্যে এ ভাইরাসের মহারাষ্ট্রে ১, দিল্লিতে ১, কর্ণাটকে ১, পাঞ্জাবে ১ ও ১ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন। দেশটির ১৭টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় থেকে তৃতীয় ধাপে পৌঁছার আশঙ্কায় সতর্কতা ও প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে। আগামী রবিবার ‘জনতা কারফিউ’ জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি