ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনার কারণে এবার হচ্ছে না লাঙ্গলবন্দ স্নানোৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ২২ মার্চ ২০২০ | আপডেট: ১৪:১৩, ২২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এবার হচ্ছে না হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে তীর্থস্থান লাঙ্গলবন্দের ২ দিনব্যাপী স্নানোৎসব বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল স্নানোৎসব হওয়ার কথা ছিল। বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকে প্রায় ১০ লাখ দর্শনার্থী প্রতি বছর লাঙ্গলবন্দে স্নানোৎসবে অংশ নেন।

গতকাল শনিবার বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব রকম জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি