ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন সিনেটর রেন্ড পল করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৩ মার্চ ২০২০ | আপডেট: ১০:৪৫, ২৩ মার্চ ২০২০

মার্কিন সিনেটর রেন্ড পল- দ্য নিউ ইয়র্ক টাইমস

মার্কিন সিনেটর রেন্ড পল- দ্য নিউ ইয়র্ক টাইমস

Ekushey Television Ltd.

মার্কিন সিনেটর রেন্ড পলের শরীরে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত হয়েছে। তবে তিনি ভালো আছেন বলে তার ব্যক্তিগত ফেইসবুক পাতার এক পোস্টে জানানো হয়েছে। তিনিই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া প্রথম মার্কিন সিনেটর। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস’র। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার দুপুরে তার ফেইসবুক পাতার ঐ পোস্টে জানানো হয়, রেন্ড পলের শরীরে কোভিড-১৯ আছে কিনা তার পরীক্ষা করলে বিষয়টি ধরা পড়ে। তিনি এখন কোয়ারেন্টাইনে রয়েছেন। 

এর আগে তিনি প্রচুর ভ্রমন ও বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছিলেন বলে সাবধানতার অংশ হিসেবে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে কখন তিনি করোনায় আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তা নিজেও মনে করতে পারছেন না। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি