ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মিয়ানমারে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ২৪ মার্চ ২০২০ | আপডেট: ১০:৪৪, ২৪ মার্চ ২০২০

মিয়ানমারের ইয়াঙ্গুনে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

মিয়ানমারের ইয়াঙ্গুনে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা। বিশ্বে এখন পর্যন্ত ১৯৫টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী ভাইরাসটি। সে তালিকায় এবার যুক্ত হলো চীনের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। দেশটিতে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিএনএ খবরে বলা হয়, দেশটিতে প্রথমবারের মতো দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরা দুজনেই মিয়ানমারের নাগরিক। ২১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে দু’জনের পজেটিভ আসে।

খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত ওই দুই নাগরিকের মধ্যে ৩৫ বছর বয়সী একজন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারে ফিরেছেন, অপরজন ২৬ বছর বয়সী ব্রিটেন থেকে ফিরেছেন।

করোনায় আক্রান্ত ওই দুই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিল তাদের শরীরেও ভাইরাসটি ছড়িয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে মিয়ানমারের এক বিবৃতিতে বলা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি