ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সেপ্টেম্বরেই আসছে করোনার ভ্যাকসিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২৪ মার্চ ২০২০

মার্কিন জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না ইনকরপোরেশনের তৈরি কভিড-১৯ ভ্যাকসিন শিগগিরই স্বাস্থ্যকর্মীদের হাতে পৌঁছে যাবে। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর-নভেম্বরের দিকেই নভেল করোনা ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিন তারা নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকর্মীর হাতে তুলে দিতে পারবেন বলে আশা করছেন। সফল হলে পরের বছরই শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। 

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল গোল্ডম্যান স্যাকস প্রতিনিধিদের গত শুক্রবার জানান, এ ভ্যাকসিন আপাতত কিছু মানুষকে দেয়া হবে। বিশেষ করে জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন সাপেক্ষে স্বাস্থ্য কর্মীরা এটি প্রয়োগ করবেন।

ম্যাসাচুসেটসভিত্তি জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না নভেল করোনাভাইরাস জনিত কভিড-১৯ রোগের ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের সঙ্গে কাজ করছে। চলতি মাসের শুরুর দিকেই তারা মানবদেহে এ ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে। 

তবে সাধারণ এক বছরের আগে কোনো ভ্যাকসিনই ব্যাপকভাবে ব্যবহারের অনুমতি পায় না। কারণ এ সময়ের মধ্যে কয়েক ধাপে এটির পরীক্ষা চালানো হয়। মডার্না তাদের ভ্যাকসিনের উৎপাদন সক্ষমতা বাড়াতে এরই মধ্যে কাজ শুরু করেছে। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মাসে ১০ লক্ষাধিক ডোজ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে তারা।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সিয়াটলে কাইসার পার্মানেন্টে ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে কভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। ৫৫ জন সুস্থ স্বেচ্ছাসেবী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। অবশ্য এ ভ্যাকসিনে স্টেরিলাইজড করোনাভাইরাস নেই। সেই অর্থে কারো ঝুঁকি নেই বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা। মডার্নার ভ্যাকসিনটি তৈরি করতে সময় লেগেছে ৪২ দিন।

সূত্র: ব্লুমবার্গ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি