ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সংবাদপত্র থেকে করোনা সংক্রমণের শঙ্কা নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৫ মার্চ ২০২০

সংবাদপত্র থেকে কভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ তা ছাপা হয় পুরো যান্ত্রিক ব্যবস্থায়। প্যাকেটও করা হয় যন্ত্রেই। শুধু খবরের কাগজ নয়, ডাকে পাঠানো বা অনলাইনে অর্ডার করা পণ্যের প্যাকেট নিয়েও আশঙ্কার কিছু দেখছে না তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, কেউ সংক্রমিত হলেও তার থেকে প্যাকেটে বা খবরের কাগজে করোনাভাইরাস ছড়ানোর শঙ্কা কম। তা ছাড়া, এই ধরনের প্যাকেট ও সংবাদপত্র বহু এলাকা ও নানা রকম তাপমাত্রা পার করে পৌঁছায়। এ কারণে ওই সব প্যাকেটের বা কাগজের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা আরও কম।

বর্তমানে ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। কোথাও সংবাদপত্র, ছাপা পত্রপত্রিকা বা চিঠি থেকে কভিড-১৯ হওয়ার ঘটনা ঘটেনি। 

উল্লেখ্য, ইউরোপে হু হু বাড়ছে করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী ইতালি। যেখানে দীর্ঘ হচ্ছে স্বজনহারাদের সংখ্যা। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি