ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় লন্ডনে ৫ম বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৫ মার্চ ২০২০

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে পাঁচ বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন। 

খসরু মিয়া নামের ৪৯ বয়স্ক ওই ব্যক্তি স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় তিনি রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জানা গেছে, লন্ডনের টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল রোডে সেইন্সবারীর সম্মুখে সবজির ব্যবসা করতেন তিনি। খসরুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া আটঘর গ্রামে। 

এর আগে গত ৮ মার্চ ম্যানচেষ্টারে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৬০ বছর বয়স্ক এক ইতালিয়ান বাংলাদেশি। এরপর ১৩ মার্চ টাওয়ার হ্যামলেটসে মারা যান ৬৬ বছল বয়স্ক রেহান উদ্দিন। ১৬ মার্চ লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে মারা যান মৌলভীবাজারের মাহমুদুর রহমান। ২৩ মার্চ সোমবার রয়েল লন্ডন হাসপাতালে মারা যান টাওয়ার হ্যামলেটসের স্যাটেল স্ট্রিটের বাসিন্দা ৮০ বছর বয়স্ক হাজী জমশেদ আলী। তার মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ছনগ্রামে। 

সবশেষ মঙ্গলবার মারা গেলেন খসরু মিয়া। পাবলিক হেলথ ইংল্যান্ডের সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে করোনভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি