ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইরান একদিনে বানালো ২০০০ সজ্জার ‘করোনা হাসপাতাল’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৬, ২৫ মার্চ ২০২০

করোনাভাইরাসের হানায় বিধ্বস্ত ইরান। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরানের রাজধানী তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হয়েছে একটি অস্থায়ী হাসপাতাল।

আজ বুধবার তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে নির্মিত দুই হাজার সজ্জার হাসপাতালটি চালু হয়েছে। 'শহীদ ড. হেজরাতি' নামের এই হাসপাতালটি তৈরি করেছে ইরানের সেনাবাহিনী।

বুধবার দুপুরে হাসপাতালটি উদ্বোধন করেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আবদুর রহিম মুসাভি। এসময় উপস্থিত ছিলেন উপ-সেনাপ্রধান ও সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি, সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি, তেহরানে করোনাভাইরাস বিরোধী সদর দপ্তরের প্রধান ড. আলী রেজা জালি প্রমুখ।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হাসপাতালটিতে করোনা রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রীসহ সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। রোগী ও চিকিৎসকদের জন্য মাস্ক ও পোশাক তৈরি এবং খাবার সরবরাহ সবই এই হাসপাতাল থেকে করা হবে।

সেনাবাহিনীর জৈব-প্রতিরক্ষা ঘাঁটির প্রধান রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসার জন্য তেহরান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে এখনই আরও একহাজার সজ্জা স্থাপন করা যাবে। প্রয়োজন হলে পর্যায়ক্রমে তা পাঁচ হাজার সজ্জায় পরিণত করা সম্ভব। 

এর আগে ইরানের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র 'ইরান মল'-এ তিন হাজার সজ্জার অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়। এছাড়া, তেহরানের বাইরে বিভিন্ন শহরে সাড়ে চার হাজার সজ্জার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি