ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইতালিতে নতুন করে ঝড়ল ৭১২ জনের প্রাণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২৭ মার্চ ২০২০

প্রাণঘাতি করোনার কালো থাবায় স্তব্ধ গোটা বিশ্ব। যার প্রথম সারির ভুক্তভোগীর তালিকায় রয়েছে ইতালি। মহামারি আকার রূপ নেয়া ভাইরাসটিতে গত  ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের প্রাণহানি হয়েছে। 

ফলে, এখন পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। 

অপরদিকে, পাল্লা দিয়ে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্তের মিছিল। যেখানে নতুন করে যুক্ত হয়েছে ৬ হাজার ২০৩ জন। এতে করে বৃহস্পতিবার পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জনে পৌঁছেছে।  

আজ শুক্রবার জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এই তথ্য জানিয়েছে।

গত মাসে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্ডি এলাকাতেই প্রথম ভাইরাসটির প্রকোপ শুরু হয়। বর্তমানে সেখানকার হাজার হাজার মানুষকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সেখানে সহায়তা দিচ্ছেন চীনের মেডিক্যাল বিশেষজ্ঞরা।

দেশটিতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা সরকারি তথ্যের চেয়ে সম্ভবত ১০ গুণ বেশি হতে পারে বলে গত মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করেন দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেলি। 

তিনি বলেন, ‘প্রতি দশজন আক্রান্তের মধ্যে হয়তো একজনকে পরীক্ষা করা সম্ভব হয়েছে। সে হিসেবে দেশটিতে প্রায় ছয় লাখ ৪০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।’

এদিকে, করোনার পরবর্তী বিস্তার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সতর্ক বার্তা দিয়েছিল তা অনেকটাই বাস্তবতার পথে। যেখানে বলা হয়েছিল, ইতালির পর খুব দ্রুত ভাইরাসটি আমেরিকায় ভয়াবহ রূপ নিবে। হয়েছেও তাই। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের তালিকায় চীন-ইতালিকে ছাড়িয়ে সবার ওপরে উঠেছে। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৩৪ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি