ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা চিকিৎসা দিতে ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ২৭ মার্চ ২০২০ | আপডেট: ০০:০৯, ২৮ মার্চ ২০২০

মাত্র কয়েকদিনে বেশ কয়েকটি হাসপাতাল তৈরী করেছিল চীন কর্তৃপক্ষ- স্কাই নিউজ

মাত্র কয়েকদিনে বেশ কয়েকটি হাসপাতাল তৈরী করেছিল চীন কর্তৃপক্ষ- স্কাই নিউজ

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের মতো বাংলাদেশেও হাসপাতাল তৈরি হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর তেঁজগাও শিল্প এলাকায় এ হাসপাতাল নির্মাণ করবে দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপ।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক। তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো নির্মিত হবে এ হাসপাতাল। 

গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টা পর্যন্ত প্রাণঘাতি এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ২৫ হাজার মানুষ। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন সাড়ে ৫ লাখ। বিশ্বখ্যাত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার এসব তথ্য জানিয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, মহামারীতে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ৪২২ এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৬৪ জন মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ৩৫৩ জন ব্যক্তি। এ ভাইরাসে বাংলাদেশে প্রাণ হারিয়েছে ৫ জন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি