ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রীর পর এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ২৭ মার্চ ২০২০

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক- রয়টার্স

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক- রয়টার্স

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বরিস জনসন এমন খবরের পর জানা গেলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও আক্রান্ত হয়েছে ভাইরাসে। শুক্রবার এক টুইট বার্তায় তার করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন ম্যাট। খবর বিবিসি ও সিএনএন’র। 

করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন। তবে তার দেহে করোনার উপসর্গ তেমন গুরতর না। এর দুই ঘণ্টা আগে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও টুইটারে তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন।

এদিকে কয়েকদিন আগে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরসূরি ৭১ বছর বয়সী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রাখা হয়।

উল্লেখ্য, দুইশতাধিক দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত গোটাবিশ্বে সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এবং শুক্রবার রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত ২৫ হাজারের উপর মারা যান। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি