ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

করোনা নিয়ে আইইডিসিআরে ৮ লক্ষাধিক কল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৩০ মার্চ ২০২০

করোনায় হটলাইন

করোনায় হটলাইন

বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ভাবিয়ে তুলেছে বাংলাদেশকেও। সরকার এরই মধ্যে যানবাহন, অফিস-আদালত সীমিত করাসহ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। করোনায় আক্রান্ত হয়েছে কি না, তা নিশ্চিত করতে চালু করা হয়েছে হট লাইনও। যাতে সাড়াও মিলেছে ব্যাপক।

জানা গেছে, এসব হটলাইনে গত ২১ জানুয়ারীর পর থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট কল এসেছে ৮ লাখ ২ হাজার ৫৮০টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৭৩ হাজার ১৩৪টি কল রিসিভি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআর। তবে এতোগুলো কলের মধ্যে মাত্র ১০৯ জনের নমুনা পরীক্ষা করেছে প্রতিষ্ঠানটি। 

করোনা ভাইরাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য-

  • ৮ ডিসেম্বর ২০১৯: উহান শহর, হাবেই প্রদেশ চীনে অজানা কারণে
  • নিউমোনিয়া রোগে কিছু ব্যক্তি আক্রান্ত হন।
  • ৩১ ডিসেম্বর ২০১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (চীন অফিস)-কে জানানো হয়।
  • ৭ জানুয়ারি ২০২০: ২০১৯ নভেল-করোনা ভাইরাস সনাক্ত।
  • ১১-১২ জানুয়ারি ২০২০: উহান শহরের সী-ফুড মার্কেটের সাথে সম্পৃক্ততা সনাক্ত।
  • ১৩ জানুয়ারি ২০২০: চীনের বাইরে (থাইল্যান্ড) আক্রান্ত ব্যক্তির হদিস।

বর্তমান পরিস্থিতি-
চীনসহ বিশ্বের প্রায় সবক’টি দেশে ছড়িয়ে পড়ছে নভেল করোনা ভাইরাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দেয়া তথ্যানুযায়ী, ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩৪৮ জন। আর প্রাণহানি হয়েছে ৩ হাজার ৯৭ জনের।  

যাতে বিশ্বব্যাপী মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ২৪ হাজার ২৭৮ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৭ জন। একইসঙ্গে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরের ফেরার সংখ্যা ১ লাখ ৫২ হাজারেরও বেশি। আক্রান্তে যুক্তরাষ্ট্র ও মৃতের সংখ্যায় ইতালি সবার শীর্ষে।  

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় -

  • ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)।
  • অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না।
  • ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন।
  • কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)।
  • অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন।
  • মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন। 
  • অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে মাস্ক ব্যবহার করুন।
  • কারো সাথে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন।
  • জরুরী প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন
  • ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন।
  • অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
  • অত্যাবশকীয় নয় এমন সব জাতীয়-আন্তর্জাতিক সভা-সমাবেশ-সম্মেলন আয়োজন না করাই ভাল।
  • অতি বয়স্ক, দীর্ঘমেয়াদী অসুস্থতায় (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অ্যাজমা, কিডনী সমস্যা, ক্যান্সার
  • প্রভৃতি) ভুগছেন এমন ব্যক্তিগণ ভীড় এড়িয়ে চলুন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি