ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবে রোবট!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বাংলাদেশি একদল তরুণ প্রকৌশলী দাবি করেছেন, তাদের তৈরি রোবট করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ডাক্তারদের সহযোগিতা করতে সক্ষম।

বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয় বিভাগের প্রভাষক মেহেদী হাসান তার একজন সহকর্মী ও দুই শিক্ষার্থীকে নিয়ে এই রোবট তৈরি করেছেন। যার প্রতিটির দাম ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

মেহেদী হাসান বলেন, ‘আমাদের তৈরি করা রোবট চিকিৎসক এবং অন্যান্যদের দূরে রেখেই কোভিড-১৯ রোগী ও তাদের চিকিৎসায় ছয়টি জরুরি সেবা দিতে সক্ষম। একজন ডাক্তার, একটি কন্ট্রোল স্টেশনে থেকেই এই রোবটের সাহায্যে কোয়ারেন্টিন সেন্টার এবং হাসপাতাল থাকা বেশ কয়েকজন রোগীকে সেবা দিতে পারবেন।’

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় চীনের মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে এই রোবট। প্রাথমিকভাবে ইটালির চিকিৎসকরাও রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ভাইরাসে সংক্রামিত হওয়ার পরে তারা রোবটের জন্য পরামর্শ দিয়েছেন।

রোবটের কার্যক্রম দেখার জন্য তারা ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেছেন। এই লিংকে https://youtu.be/kyx688h-Jmo গেলে ‘সেবক’ নামের রোবটটির সেবাগুলো দেখা যাবে। 

সূত্র: বাসস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি