ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় নিউইয়র্কে আরেক বাংলাদেশীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ২ এপ্রিল ২০২০

সস্ত্রীক অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান

সস্ত্রীক অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর রহমান (৭০) নামে বাংলাদেশী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। 

এক সপ্তাহ ধরে তিনি আইসিইউতে ছিলেন। বেনাপোলে থাকা তার ছোট ভাই মোঃ মওদুদুর রহমান তোতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পিতার নাম মরহুম আবু ছালে মোহাম্মদ মোমিন উদ্দিন আহমেদ, যিনি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও বাহাদুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
 
বেনাপোল পৌরসভার গাজিপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান চাকুরী থেকে অবসর গ্রহণের পর ২০০৮ সালে স্ত্রী ও ছোট ছেলেসহ একমাত্র মেয়ের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান। নিউইয়র্কে বসবাস করছিলেন তিনি। 

কর্মজীবনে তিনি বরগুনার বেতাগি, আমতলির ওসি, কক্সবাজার পর্যটন পুলিশে, ঢাকা রেলওয়ে পুলিশে, সিআইডি, রাজারবাগ পুলিশ ট্রেনিং কলেজসহ বিভিন্ন স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 

বেনাপোলের সকলের নিকট তিনি ছিলেন আপদমস্তক একজন ভদ্রলোক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও বহু আত্নীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে ঢাকার একটি ব্যাংকে কর্মরত। তার মৃত্যুতে বেনাপোলে শোকের ছায়া নেমে এসেছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি