ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন লকডাউন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৬ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা- সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা- সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা, সদর ও বন্দর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে আজ সোমবার থেকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা-বাড়ি থেকে বের হতে পারবেন না। এ নির্দেশনা না মেনে কেউ অহেতুক বাড়ির বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন বলে জানা যায়। 

গতকাল রোববার রাতে জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ, সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র (র‌্যাব) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লকডাউনের বিষয়টি সর্বসাধারণকে জানিয়ে দিতে ইতোমধ্যে মাইকিংও করেছে প্রশাসন। 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে করোনায় দুইজনের মৃত্যু ও আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনার ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার ১৪ জন ও এর আগের দিন ১৩ জন সর্বমোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি