ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়ে কানাডায় ২ বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ৬ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

কানাডার রাজধানী অটোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শরিয়ত উল্লাহ (৫৫) এবং আব্দুল বাছিত নামের দুই বাংলাদেশি মারা গেছেন। 

গত শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান শরিয়ত উল্লাহ। আর গতকাল রোববার টরেন্টোর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল বাছিত নামের অপর এক বাংলাদেশি।

এছাড়া কভিড-১৯ এ আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালের আইসিইউতে আছেন গ্রেটার ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব কানাডার সভাপতি মুক্তিযোদ্ধা সালাম শরীফ ও সমাজকর্মী তুতিউর রহমান। 

আব্দুল বাছিত মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন, টরন্টোর উপদেষ্টা ছিলেন। 

নিহত শরিয়ত উল্লাহর পারিবারের সদস্যরা জানান, গত ২৭ মার্চ বিকেলে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

ধারণা করা হচ্ছে, স্থানীয় পাপাইয়া রেস্টুরেন্টে কাজ করার সময় তিনি করোনায় আক্রান্ত হন। প্রায় এক সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শনিবার তার মৃত্যু হয়।

এদিকে কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৪ হাজার ৪২৬ জন কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৫৮ জন। ভাইরাস আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৬০৩ জন। 

এমবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি