ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনা ভাইরাস শনাক্তে খুলনা ও সিলেটে পরীক্ষা শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৭ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস শনাক্তে খুলনা ও সিলেটে আজ মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এ জন্য খুলনা মেডিকেল কলেজের (খুমেক) তৃতীয় তলায় পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ হয়েছে। সিলেটে প্রস্তুত করা হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পলিমার্স চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব।

খুমেকের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, আজ দুপুর ১২টায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রধান অতিথি হিসেবে খুমেকের মলিকুলার ল্যাবটি উদ্বোধন করবেন।

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার জানান, বিভাগের করোনা রোগীর চিকিৎসা দেওয়া হবে খুলনা ডায়াবেটিক হাসপাতালে। ইতোমধ্যে ৮০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।

এদিকে, সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, সবাইকে পরীক্ষা করা হবে না। সংশ্নিষ্ট চিকিৎসকরা যাদের সন্দেহ করবেন তাদের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

সিলেটে করোনা সন্দেহভাজন রোগীদের নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এখানে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি