ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু পৌনে এক লাখ ছুঁই ছুঁই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৭ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

দাপুটে করোনা ভাইরাসের থাবায় দীর্ঘ হয়েই চলেছে সংক্রমণের সংখ্যা। হাজারো প্রচেষ্টায় এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে ভাইরাসটির প্রকোপ। যেখানে উৎপত্তির তিনমাসে প্রাণহানি পৌনে এক লাখ ছুঁই ছুঁই করছে। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত এ তথ্যই দিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার। 

জরিপ বলছে, বিশ্বের অন্তত ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ৭০২ জনে ঠেকেছে। বাংলাদেশসহ সারাবিশ্বে আরও ৭৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। ফলে, সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৩৫ জন। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশটিতে ৮২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। যদিও এখনো সংখ্যা কম হলেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। তবে বিশ্বের অন্যান্য দেশে তা প্রকোট আকার ধারণ করেছে। উৎপত্তিস্থলের বাহিরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ায় গত ১১ মার্চ বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বর্তমানে ভাইরাসটিতে সংক্রমণের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্তের তালিকায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তালিকায় ইতালিকে টপকে দুইয়ে ওঠেছে প্রতিবেশী স্পেন। তবে প্রাণহানির সংখ্যায় এগিয়ে ইউরোপীয় ইতালি। 

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৫৫ জন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৭১ জনে। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩৩১ জন। 

করোনায় সর্বোচ্চ মৃত্যুর দেশ ইতালিতে গত দুইদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছু কমলেও আবারও বাড়তে শুরু করেছে। গত একদিনে আরও ৬৩৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। 

করোনা সংক্রমণে ইতালিকেও ছাড়িয়ে যাওয়া স্পেনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৪১ জন। যেখানে ২৪ ঘণ্টায় প্রাণ হারান ৭০০ মানুষ। আক্রান্ত বেড়ে হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন। ধারণার চেয়ে প্রাণহানি বাড়ায় লাশের কফিন বানাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। 

এদিকে, জার্মানিতে হঠাৎ করেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৭৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৮১০ জন। 

করোনার প্রকোপে বিপর্যস্ত ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জনের প্রাণ গেছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে সেখানে প্রাণহানি বেড়ে হয়েছে ৮ হাজার ৯১১ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০ জন। 

আক্রান্ত বেড়েছে দুই মুসলিম দেশ ইরান ও তুরস্কে। মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক ইরানে এখন পর্যন্ত সংক্রমিতের সংখ্যা সাড়ে ৬০ হাজার। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৭৩৯ জনের। তুরস্কে আক্রান্ত ৩০ হাজার ২১৭। এর মধ্যে মারা গেছেন সাড়ে ছয়শ মানুষ।  

অন্যদিকে, করোনা কাপন ধরিয়েছে যুক্তরাজ্যে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটির সাড়ে ৫১ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে ধুকছেন। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫ হাজার ৩৭৩ জন। 

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় থাকা ভারতে লকডাউনের মধ্যেই বেড়ে চলেছে আক্রান্ত ও প্রাণহানি। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৭৭৮ জন। মারা গেছেন ১৩৬ জন। 

অন্যদিকে ইমরান খানের পাকিস্তানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩ হাজার ৭৪৭ জন, প্রাণহানি ঘটেছে ৫৩ জনের। 

আর বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২৩ জন। মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। এছাড়া, সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি