ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা ভাইরাস সংক্রান্ত প্রয়োজনে কল করুন হটলাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৭ এপ্রিল ২০২০ | আপডেট: ০৯:৫৫, ৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে বরং তা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের জন্য সবার প্রতি জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের হটলাইন- ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০৯১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ এ যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণীর সংস্পর্শ পরিহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে পরিষ্কা করতে হবে হাত। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে এলে তথ্য অধিদফতরের সংবাদকক্ষের ফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল-piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশে মোট ১৭টি ল্যাবে কোভিড শনাক্তকরণে কাজ চালু হয়েছে। সেগুলোর নাম ও ফোন নাম্বার দেওয়া হলো।

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
যোগাযোগ : 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।
যোগাযোগ : 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
যোগাযোগ : 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
যোগাযোগ : 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।
যোগাযোগ : 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
যোগাযোগ : 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
যোগাযোগ : 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
যোগাযোগ : 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
যোগাযোগ : 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
যোগাযোগ : 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
যোগাযোগ : 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
যোগাযোগ : 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
যোগাযোগ : 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
যোগাযোগ : 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।
যোগাযোগ : 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।
যোগাযোগ : 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
যোগাযোগ : 01866-637482

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি