ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার চাঁদপুর লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১৮:৪৫, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় এবার অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লকডাউন কার্যকর হবে বলে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির চাঁদপুরের সভার সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হল। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হল।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন জনসমাগম আগের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা খাদ্যদ্রব্য সরবরাহ সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

চাঁদপুরে এখনো করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত না হলেও পার্শ্ববর্তী জেলাগুলোয় করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকায় এমন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি