ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত বিএসএমএমইউ’র অধ্যাপক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৯ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি বিভাগের সভাপতি ও অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। 

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তবে তিনি আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতোমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।’

বিএসএমএমইউ হাসপাতাল লকডাউন করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এখানে তো রোগী রয়েছে। আমাদের পলিসি হচ্ছে- তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করবো।’

এর আগে আরেকজন চিকিৎসক আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি