ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনায় গার্মেন্টস মালিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৭, ১০ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে প্রিন্স গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মো. তাসলিম আক্তার মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক।

তিনি বলেন, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেএমইএ সভাপতি ড. রুবানা হক।

বিজিএমইএ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, প্রয়াতের জানাজা ও দাফন সরকারি নিয়ম অনুযায়ী হবে।

বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ এ আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনেই নতুন করে ১১২ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী,  দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি