ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটেনে একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ১১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা এক দিনের হিসেবে রেকর্ড। শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক এই তথ্য জানিয়েছে।

বিবিসির পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় শুক্রবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮০ জনের।

এর আগে দুপুরে বলা হয়েছিল ৯৫৩ জন রোগী। ইতিপূর্বে সর্বোচ্চ ছিল গত ৮ এপ্রিল বুধবার ৯৩৮ জন। বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিল ৮৯১ জন। এ নিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৮,৯৩১ জনে। তবে আজ শনিবার সকাল পর্যন্ত আরও মৃত্যু হতে পারে। সেই পরিসংখ্যন এখনও পাওয়া যায়নি।

এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শুক্রবারের সংখ্যাটি সবচেয়ে বেশি।

এদিকে স্কটল্যান্ডে ৪৮ জন মারা গেছে, ওয়েলসে ২৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১০ জন রেকর্ড করা হয়েছে। শুক্রবার নতুন করে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন এই পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭০৬। বৃহস্পতিবার জানানো হয়েছিল এর আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৬৫০৭৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৩৭৫৮ জন।

এদিকে এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, মৃতের বয়স ২৭ থেকে ১০০ বছরের মধ্যে। এর মধ্যে ৫৬ জনের পূর্বে কোন শারীরিক অসুস্থতা ছিল না।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি