ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১১ এপ্রিল ২০২০

বিশ্বে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোনা। লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পাকিস্তানেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে সে দেশে মৃত্যু হয়েছে ৬৬ জনের, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০১ জনে।

জানা গেছে, ক্রমশ করোনার কালো থাবায় ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগুচ্ছে ইমরান খানের দেশ। শেষ ২৪ ঘণ্টায় দেশে ৪ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাঞ্জাবে। সেখানে আক্রান্তের সংখ্যা ২২৮০ জন। এর পরেই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিন্ধ প্রদেশ। এখানে আক্রান্ত রয়েছে ১২১৪ জন। এছাড়াও বেলুচিস্তানে আক্রান্ত হয়েছে ২১৯ জন। পাক রাজধানী ইসলামবাদে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০৭ জন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্তে দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি