যুক্তরাষ্ট্রে একদিনে ২০৩৭ জনের মৃত্যু
প্রকাশিত : ০৯:৩৬, ১১ এপ্রিল ২০২০
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে পাঁচ লাখ ছাড়িয়েছে। আর মৃতের হিসাবে শীর্ষে থাকা ইতালিকে পেছনে ফেলার পথে দেশটি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯৯ জন। মারা গেছেন ১৮ হাজার ৭১৯ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক সিটিতেই মারা গেছেন ৬৫১ জন। একই সময়ে শহরটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন।
যুক্তরাজ্যে করোনায় একদিনে রেকর্ড ৯৮০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ৯৫৮ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ৭৪ হাজার ৬০৫ জন।
এদিকে শুক্রবার চীনে নতুন করে আরও ৪৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের ৪২ জনই বিদেশ ফেরত। আগের দিন মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন। এছাড়া উপসর্গহীন করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৩৪ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৪৭ জন।
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জনে। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ২০০ জন।
এসএ/