ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার মানুষের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর পূর্বের সব রেকর্ড ভেঙেছে। ভাইরাসের বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে এত মৃত্যু আর কোনো দেশে হয়নি। যা কয়েকদিন ধরে বিশ্ব মোড়ল দেশটিতে হচ্ছে।

শনিবারও দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা ২৪ ঘণ্টায় এ যাবৎ কালের সর্বোচ্চ। অর্থাৎ সব রেকর্ড ভেঙে গেছে। এর আগে মঙ্গলবারও (০৭ এপ্রিল) এখানে ২৪ ঘণ্টায় মারা যান এক হাজার ৯৭৩ জন মানুষ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বলছে, দেশটিতে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত দেশ ছিল ইতালি।

বিবিসি বলছে, আমেরিকায় এতদিন শুধু সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। এখন মৃত্যু সংখ্যায়ও ইতালিকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মৃত্যুও এখানেই। আর এটা হয়েছে শনিবার রেকর্ড ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুতে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, শনিবার র‌্যাজের (অঙ্গরাজ্যের) মৃত্যু সংখ্যা ‘সীমা ছাড়িয়ে গেছে’।

তিনি বলেন, এই মৃত্যু ‘সর্বোচ্চ’ নয়। আপনি দেখতে পাচ্ছেন সংখ্যাটি কিছুটা স্থিতিশীল। কিন্তু কিছুক্ষণ পরই তা আবার ভয়াবহ হারে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এগুলো কেবল অবিশ্বাস্যরকমের ক্ষতি। বেদনা চিত্রিত অবিশ্বাস্য সংখ্যা মৃত্যুর।

জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশের আনুমানিক পাঁচ লাখ ২০ হাজার আক্রান্তের মধ্যে এখানেরই এক লাখ ৮০ হাজারের বেশি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি