ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয়বার করোনার ধাক্কা পেতে যাচ্ছে বেইজিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৩ এপ্রিল ২০২০

চীনে ছয় সপ্তাহের মধ্যে গতকাল রবিবার সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। সংক্রমিত হওয়ার ঘটনা বাড়ছে বিদেশ ফেরত আক্রান্তদের দ্বারা। এর জেরে বেইজিং করোনা ভাইরাসের ধাক্কা দ্বিতীয়বার পেতে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

গতকাল রবিবার একশ আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তার আগের দিন রবিবার আক্রান্ত হয়েছে ৯৯ জন। এর আগে গত মার্চের ৫ তারিখ ১৪৩ জন শনাক্ত হয়। তারপর থেকে সংখ্যাটা অনেক কম ছিল।

আজ সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৯৮ জনই বাইরের দেশ থেকে আসা। তবে করোনার লক্ষণ না থাকা সত্ত্বেও আক্রান্ত হয়েছে ৬১ জন।আগের দিন এই সংখ্যা ছিল ৬৩।

এদিকে চীনে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার একশ ৬০ জন এবং মৃতের সংখ্যা তিন হাজার তিনশ ৪১ জন।

সূত্র : রয়টার্স

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি