ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাসংকটে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান পোপের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৩ এপ্রিল ২০২০

পোপ ফ্রান্সিস- রয়টার্স

পোপ ফ্রান্সিস- রয়টার্স

Ekushey Television Ltd.

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিভিন্ন দেশের উপর চাপিয়ে দেয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছেন। গতকাল রোববার ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে দেয়া ভাষণে এ আহবান জানান তিনি। খবর পার্স টুডে’র। 

পোপ ফ্রান্সিস জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদার হবে এবং জনস্বাস্থ্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
পোপ বলেন, ‘বর্তমান বাস্তবতায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি; তাতে সারা বিশ্বের স্বস্তি নেমে আসবে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে করোনা-বিরোধী লড়াই কঠিন হচ্ছে।’

গত ডিসেম্বর মাসের শেষ দিকে চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং এখন তা সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই মহামারীতে বিশ্বব্যাপী এ পর্যন্ত এক লাখ ১৪ হাজার মানুষ মারা গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ১৮ লাখ মানুষ।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি