ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইতালিতে ২০ হাজার ছাড়াল মৃত সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ১৪ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীতে ইতালিতে মৃতের সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে। সোমবার দেশটিতে আরও ৫৬৬ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৩৫ জন বেশি।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৪৬৫ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৩৫ হাজার ৪৩৫ জন।

তবে দেশটির নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা, নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার মতো রোগী ও ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ব্যক্তিদের সংখ্যা কমছে। 

তবে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় এখন সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। 

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বে মোট ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি