করোনা সঙ্কটে ফিরে যাচ্ছেন কানাডার নাগরিকরা
প্রকাশিত : ১২:১৪, ১৪ এপ্রিল ২০২০
বাংলাদেশে দিনে দিনে করোনা সঙ্কট ভয়াবহ আকার ধারণ করছে। সে জন্য আমেরিকার মত এবার নিজ দেশে ফিরে যাচ্ছেন কানাডিয়ান নাগরিকরা। বাংলাদেশি বংশোদ্ভূত দেশটির নাগরিকসহ প্রায় ৩ হাজার কানাডিয়ান জরুরি ভিত্তিতে ফিরতে চাইছেন। তারা এরই মধ্যে দূতাবাসে নিবন্ধিত হয়েছেন।
তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে- আপাতত সাত শত জনকে স্পেশাল ফ্লাইটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডিয়ান দূতাবাস।
কাতার এয়ারওয়েজের দুটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ ভাড়া করা হয়েছে। আজ রাতে একটি এবং আগামী ১৬ এপ্রিল অপর ফ্লাইটটি ঢাকায় নামানো এবং উড্ডয়নের ক্লিয়ারেন্স দিয়েছে বাংলাদেশ সরকার।
রাত ৮টার দিকে ছেড়ে যাওয়ার প্রস্তুতিতে থাকা আজকের ফ্লাইটে ৩২০-৩৫০ জনের মত কানাডিয়ান যেতে পারেন। এরইমধ্যে তারা বিমানবন্দরের পথে রয়েছেন। দুপুরের পর তাদের বোর্ডিং কার্যক্রম শুরু হবে।
এসএ/