ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় সন্দেহ ব্যক্তিকে বাড়িতে যেভাবে সেবা দিবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ১৫ এপ্রিল ২০২০

কে করোনা রোগী আর কে রোগী না তা বলা খুবই কষ্টকর। দেখে বোঝার উপায় নাই। অবশ্য কিছু লক্ষণ দেখে বোঝা যায় করোনা আছে কী না। তবে কোনো ব্যক্তিকে দেখে যদি সন্দেহ হয় বা করোনায় আক্রান্ত মনে হয় তাহলে সেই ব্যক্তিকে বাড়িতে কিভাবে সেবা দিতে হবে সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

● দেখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে যথেষ্ট বিশ্রাম পান, পুষ্টিকর খাবার খান, প্রচুর পানি আর তরল পান করেন। 

● একই ঘরে যখন সেবা কাজে, তখন মেডিকেল মাস্ক পরবেন দুজনে। হাত দিয়ে মাস্ক ধরবেন না। মুখে হাত দেবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে। 

● বারবার হাত ধোবেন সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে: অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে, খাবার খেতে বসার আগে ও টয়লেট ব্যবহারের পর। 

● অসুস্থ মানুষের জন্য আলাদা বাসনপত্র, তোয়ালে, বিছানার চাদর—এসব জিনিস সাবান দিয়ে ধুতে হবে। অসুস্থ ব্যক্তি যা যা হাত দিয়ে স্পর্শ করবেন, সেগুলো বারবার জীবাণু শোধন করুন। 

● অসুস্থ ব্যক্তির অবস্থা শোচনীয় হলে বা শ্বাসকষ্ট হলে স্বাস্থ্য সেবাকেন্দ্রে ফোন করুন। 

এমবি//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি