ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৫ এপ্রিল ২০২০ | আপডেট: ১১:৩৩, ১৫ এপ্রিল ২০২০

রোগী দেখছেন ডা. মঈনুদ্দিন। ছবি: সংগৃহীত

রোগী দেখছেন ডা. মঈনুদ্দিন। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত হয়ে অবশেষে মারা গেলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন।

বুধবার সকাল পৌনে ৭টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

প্রেমানন্দ মন্ডল জানান, ‘তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ বুধবার সকালে মারা গেছেন।’

সিলেটের সিভিল সার্জন জানান ৫-৬ দিন আগে ঐ চিকিৎসককে তার এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় আনা হয়।

ঢাকায় আসার আগে সিলেটে তিনি একদিন হাসপাতালে ছিলেন বলে জানান প্রেমানন্দ মন্ডল।

গত সপ্তাহে সিলেট থেকে ঐ চিকিৎসককে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি