ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সৌদি ফেরত ৩১২ বাংলাদেশি কোয়ারেন্টাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ১৬ এপ্রিল ২০২০

সৌদি আরব আটকেপড়া কর্মী ও ওমরাহ হজযাত্রীসহ দেশে ফেরা ৩১২ বাংলাদেশিকে আশকোনার হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

বুধবার মধ্যরাতে তারা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। 

এরপর বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ। 

এর আগে বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

ফ্লাইটটিতে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং সৌদির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন।

এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি