ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনার চিকিৎসায় ৪ হাসপাতাল প্রস্তুত করার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৭ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় করোনা রোগীদের চিকিৎসার জন্য চারটি সরকারি হাসপাতাল দ্রুত প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

হাসপাতাল চারটি হলো-শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল। 

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে ক্রমাগত করোনারোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অনিবার্য হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে এই চারটি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলো। আদেশের অনুলিপি এই চার হাসপাতালের পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি