দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি
প্রকাশিত : ১৯:৩৪, ১৭ এপ্রিল ২০২০ | আপডেট: ১৯:৩৬, ১৭ এপ্রিল ২০২০
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর- ফাইল ছবি
করোনাভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল বন্ধ হওয়ায় থাইল্যান্ডে আটকাপড়া ৪৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। ব্যাংককে চিকিৎসা নিতে গিয়ে মারা যাওয়া একজন বাংলাদেশির মৃতদেহও এ উড়োজাহাজে এসেছে বলে জানা যায়।
ইউএস-বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘বিশেষ ফ্লাইটে ৪৮ জন বাংলাদেশি ব্যাংকক থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তারা ব্যাংককে চিকিৎসা নিতে এবং পর্যটক হিসেবে গিয়ে আটকে পড়েছিলেন।’
করোনাভাইরাস মহামারীর কারণে গোটা বিশ্বের আকাশপথই সীমিত হয়ে এসেছে। চীন ছাড়া আর সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল এখন বন্ধ রয়েছে। এর মধ্যে বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে কিছু বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইউএস-বাংলা এই প্রথম এমন বিশেষ ফ্লাইট পরিচালনা করল।
জানা যায়, আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকায় মোট ৬টি ফ্লাইট এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুটি ফ্লাইটে বাংলাদেশিদের নিয়ে আসবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এমএস/